নতুন এক ওপেন সোর্স ডিজিটাল বিশ্বকোষ তৈরির ঘোষণা করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআই প্রধান ইলন মাস্ক। ‘গ্রকিপিডিয়া’ নামের ওই প্ল্যাটফর্মটি হবে উইকিপিডিয়ার বিকল্প। মাস্ক দীর্ঘদিন ধরেই উইকিপিডিয়াকে ‘বামপন্থী পক্ষপাতদুষ্ট’ বলে সমালোচনা করে আসছেন। তার দাবি, এক্সএআইয়ের চ্যাটবট গ্রকের নামে তৈরি এই বিশ্বকোষ হবে উইকিপিডিয়ার তুলনায় অনেক উন্নত। মঙ্গলবার এক্স-এ দেওয়া পোস্টে তিনি লিখেছেন, “এক্সএআই-য়ে যোগ দিন এবং গ্রকিপিডিয়া তৈরিতে সাহায্য করুন। এটি হবে উইকিপিডিয়ার চেয়ে অনেক ভালো একটি ওপেন সোর্স জ্ঞানভাণ্ডার। সবাই ব্যবহার করতে পারবে, কোনো সীমাবদ্ধতা থাকবে না।” মার্কিন সংবাদ প্রকাশনা ‘নিউ ইয়র্ক পোস্ট’ লিখেছে, উইকিপিডিয়াকে আক্রমণ করা মাস্কের জন্য নতুন কিছু নয়। ২০২৩ সালে একশ কোটি ডলারের বিনিময়ে উইকিপিডিয়া কেনার প্রস্তাব দিয়েছিলেন তিনি। গত বছর তিনি সাইটটিকে ‘অচল’ বলেও সমালোচনা করেন, কারণ সেখানে ‘ডনাল্ড ট্রাম্প অ্যান্ড ফ্যাসিজম’ নামে...