বহু মাস ধরে বয়কট আর সমালোচনায় বিপর্যস্ত থাকার পর অবশেষে টেসলা আবারও বিক্রির উত্থান দেখলো। ইলন মাস্কের কোম্পানিকে ঘিরে বিনিয়োগকারীদের আশাবাদ বাড়লেও প্রশ্ন রয়ে গেছে—এটি কি স্থায়ী পুনরুদ্ধার, নাকি কেবল ক্ষণিকের সান্ত্বনা? সাম্প্রতিক বিক্রির খবরে টেসলার শেয়ার একসময় বেড়ে গেলেও দিনশেষে ৫ শতাংশ কমে বন্ধ হয়। বিশ্লেষকরা বলছেন, মানুষ এখনো নিশ্চিত নয় টেসলার এই সাফল্য আসলেই স্থায়ী কিনা। বৃহস্পতিবার টেসলা জানায়, জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে তাদের গাড়ি বিক্রি বেড়েছে ৭ শতাংশ। অথচ এর আগে বছরের প্রায় পুরোটা সময় বিক্রি ছিল নিম্নমুখী। মূল কারণ, মাস্কের বিতর্কিত রাজনৈতিক অবস্থান। ট্রাম্প ও ইউরোপের ডানপন্থী নেতাদের প্রতি তার প্রকাশ্য সমর্থন অনেক ক্রেতাকে দূরে সরিয়ে দিয়েছিল। তবে সাম্প্রতিক উল্লম্ফনের পেছনে রয়েছে ভিন্ন কারণ। যুক্তরাষ্ট্রে ৭ হাজার ৫০০ ডলারের কর ছাড় শেষ হওয়ার আগে শেষ...