কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে সংঘাতে জড়ায় ভারত-পাকিস্তান। ওই সময় ভারতের ছয়টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান। তা অস্বীকার করলেও পাল্টা কোনো দাবি তোলেনি নয়াদিল্লি। সংঘাতের চার মাস পর ভারতীয় বিমানবাহিনীর প্রধান এপি সিং নতুন এক দাবি করে বসলেন।ভারতীয় বিমানবাহিনীর প্রধান এপি সিং দাবি করেছেন, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান বিমানবাহিনীর পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করা হয়। এগুলোর মধ্যে এফ-১৬ এবং চীনা তৈরি জে-১৭ যুদ্ধবিমান রয়েছে। শুক্রবার তিনি বলেন, ভারতের বিমান ধ্বংস হওয়ার বিষয়টি প্রোপাগান্ডা। এটি কেবল পাকিস্তানি সেনাবাহিনীর প্রোপাগান্ডা, যাতে দেশবাসী বিভ্রান্ত হয়। খবর রয়টার্স ও এনডিটিভির।এপি সিং বলেন, জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার প্রতিশোধে ভারত পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ৯টি সন্ত্রাসী ক্যাম্প এবং ঘাঁটি ধ্বংস করেছে। আমরা ৩০০ কিলোমিটারজুড়ে লক্ষ্যবস্তুতে হামলা করেছি, এরপর পাকিস্তানই ভারতের কাছে যুদ্ধবিরতি চেয়েছিল। যুদ্ধবিরতি মার্কিন...