চন্দনাইশ পৌরসভার মধ্যবর্তী বরুমতি খালের পাড়ে নির্মিত প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বৈঠকখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। আজ শুক্রবার বাদে জুমা বৈঠকখানা উদ্বোধনকালে তিনি বলেন, ১৯৮০ সাল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খননসহ ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেই ধারাবাহিকতায় চন্দনাইশে বরুমতি খাল পূণঃখননের মাধ্যমে এই এলাকায় কৃষি উন্নয়নে অবদান রেখেছিলেন। তাঁর খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষকদের স্বাবলম্বী করার পাশাপাশি কৃষি ক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে এই কর্মসূচি ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ। বর্তমানে কৃষির উন্নয়নের জন্য বিভিন্ন খাল খনন করা হবে। বিএনপি ক্ষমতায় আসলে বরুমতি খালকে পুনঃখননের জন্য পদক্ষেপ নেয়ার পাশাপাশি খালের পাড়ে সড়ক দুইটি সংস্কার করা হবে বলে জানান। উপজেলার বিএনপির উদ্যোগে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের অর্থায়নে ৫ লক্ষাধিক টাকা ব্যয়ে জিয়ার স্মৃতি বিজড়িত বৈঠকখানাটির আনুষ্ঠানিক...