চাঁদপুরের হাজীগঞ্জে এক জামায়াত নেতার ফেসবুক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমিন ফারহানার বিকৃত ছবি শেয়ার করার ঘটনার জেরে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মাঝে সংর্ঘষের ঘটনা ঘটেছে। এ ঘটনা দুই পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (৩ অক্টোবর) উপজেলার পালিশারা গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্স ও চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম জানান, বৃহস্পতিবার রাতে ৯ নং গন্ধর্ব্যপুর ইউনিয়ন জামায়াতের আমির ও পালিশারা শাহমিরান মিয়া বাড়ি জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ইলিয়াস হোসেন তার ব্যক্তিগত ফেসবুকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি নেত্রী রুমিন ফারহানার একটি বিকৃত ছবি শেয়ার করে। আজ...