ভারতের কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বুধবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) ও ইসরায়েলের জায়নিস্টদের তুলনা করে বলেছেন, “এরা যেন দুই জোড়া ভাই, যারা অনেক বিষয়েই একমত হতে পারে।” এই মন্তব্য তিনি করেছিলেন প্রাক্তন সিপিআই(এম) রাজ্য সম্পাদক কোড়িয়েরি বালাকৃষ্ণনের স্মরণসভায়, যা কন্নুরে অনুষ্ঠিত হয়। আরএসএস শতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে কেন্দ্র সরকারের পদক্ষেপের সমালোচনা করে বিজয়ন এক্স-এ (X) একটি পোস্টে লিখেছেন, ডাকটিকিট ও ১০০ টাকার কয়েন প্রকাশ করা “আমাদের সংবিধানের প্রতি গুরুতর অবমাননা।” তিনি আরও উল্লেখ করেন, এই সম্মান একটি সংস্থাকে বৈধতা দিচ্ছে, যা স্বাধীনতা সংগ্রাম থেকে বিরত ছিল এবং বিভাজক মতাদর্শ প্রচার করেছিল। বিজয়ন বলেন, এই স্বীকৃতি “প্রকৃত স্বাধীনতাসৈনিকদের স্মৃতি ও তারা যে ধর্মনিরপেক্ষ,...