দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বড় ধরনের এক দুর্ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। রাজ্যটির খান্ডোয়া জেলার পান্ধানা শহরে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর দিন সন্ধ্যায় শোভাযাত্রাসহ একটি ট্রাক্টর-ট্রলিতে করে জলাশয়ের ধারে নিয়ে যাওয়া হয় বিশাল এক প্রতিমা। এ সময় ট্রলিটি হঠাৎ ভারসাম্য হারিয়ে সেটি পুকুরে উল্টে পড়লে ঘটনাস্থলেই প্রাণ হারান ১১ জন। শুক্রবার (৩ অক্টোবর) আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। এ ঘটনায় ইতোমধ্যে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। একইসঙ্গে নিহতদের প্রত্যেক পরিবারকে ৪ লাখ রুপি করে এককালীন ক্ষতিপূরণ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় ত্রাণ তহবিল থেকে ২ লাখ রুপি এককালীন সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। জানা যায়, পান্ধানা এলাকার অরডালা গ্রামে পাডলাফাটা এলাকার বাসিন্দারা দুর্গা প্রতিমা বিসর্জন দিতে দশমীর রাতে...