বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে মো. সোহান নামে নিখোঁজ পর্যটকের লাশ এক দিন পর ৪০ ফুট গভীর থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ১২টার দিকে পানির নিচ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করেন। মৃত মো. সোহান (২৭) ঢাকার মিরপুর ইউসিবি চত্বর এলাকার বাসিন্দা আবু হান্নান সরকারের পুত্র। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিনঝিরি সাদা পাহাড় এলাকায় বেড়াতে গিয়ে হোয়াইট পিক স্টেশন রিসোর্টে উঠেন দুই বন্ধু। বৃহস্পতিবার দুপুরে রিসোর্টের পার্শ্ববর্তী এলাকায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে স্রোতে পানিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার তৎপরতায় নিখোঁজের এক দিন পর পানির ৪০ ফুট গভীর থেকে লাশ উদ্ধার করেছে। লামা উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবদুল্লাহ বলেন, খবর পাওয়ার পরই ঘটনাস্থলে...