ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করার জন্য এবং গাজার বাসিন্দাদের ত্রাণ সহায়তা পৌঁছে দিতে গাজা উপত্যকায় আরও ১১ জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)।বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বিবৃতিতে এফএফসি জানায়, ইতালীয় এবং ফরাসি পতাকাবাহী দুটি নৌকা ২৫ সেপ্টেম্বর ইতালির ওট্রান্টো ছাড়ে এবং ৩০ সেপ্টেম্বর জাহাজ কনসায়েন্স তাদের সঙ্গে যোগ দেয়।বিবৃতিতে আরও বলা হয়, জাহাজগুলো কয়েক ঘণ্টার মধ্যে ‘থাউজন্ড ম্যাডলিনস টু গাজা’ নামে আরও একটি ৮টি নৌকার কনভয়ের সঙ্গে মিলিত হবে বলে আশা করা হচ্ছে। একসঙ্গে, দুটি দল গাজার দিকে যাওয়ার জন্য ১১টি জাহাজের কনভয় তৈরি করবে।ক্রেট উপকূলে থাকা জাহাজগুলোতে প্রায় ১০০ জন যাত্রী রয়েছে বলে জানা গেছে। ২০০৮ সালে প্রতিষ্ঠিত এফএফসি, ইসরায়েল-অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সংকটের প্রতি সাহায্য পৌঁছে দেয়ার এবং বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে...