স্থানীয়দের অভিযোগ, পৌর প্রশাসক পরিছন্নতা কর্মীদের পৌর এলাকায় কাজে না লাগিয়ে উপজেলা পরিষদ চত্বরে ব্যবহার করছেন। প্রতিদিন ৪৬জন কর্মীকে পৌর এলাকা থেকে সরিয়ে মুক্তমঞ্চ, রাস্তা, বাগান ও পুকুরপাড় সাজসজ্জার কাজে ব্যস্ত রাখা হয়। পৌর পরিছন্নতা কর্মী ভোলানাথ সরকার জানান, বিরামপুর পৌরসভায় ২৬ জন পরিছন্নতা কর্মী আছে। নয়টি ওয়ার্ডে কাজ করার পাশাপাশি উপজেলা পরিষদে প্রতিদিন দুইজন এবং মাঝেমধ্যে অতিরিক্ত ৫৭ জন দেয়া হয়। উপজেলা পরিষদের ভেতরে ১৫১৭ টি ডাস্টবিন রাখা হলেও শহরের ওয়ার্ডগুলোতে ডাস্টবিনের সুষম বণ্টন নেই। এ বিষয়ে বিরামপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন-এর কাছে মহাসড়ক ও ক্লিনিকের সামনে ভাগাড় তৈরির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকলে কোথায় ফেলব? আপনার বাড়ির সামনে ফেলবে নাকি? কোনো না কোনো জায়গায় তো ফেলতেই হবে।...