আজ থেকে শুরু হলো মাছ ধরায় নিষেধাজ্ঞা। চলবে ২৫ অক্টোবর পর্যন্ত। ইলিশের প্রজনন মৌসুমে প্রতি বছর এই নিষেধাজ্ঞা জারী করেন সরকার। এই ক দিনে মাছ ধরা, বিক্রি, মওজুদ, পরিহন সম্পুর্ন নিষিদ্ধ। এ আইন লংঘনকারীর বিরুদ্ধে জেল জরিমানার ব্যবস্থা রয়েছে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে নৌকা ট্রলার নিয়ে ঘাটে ফিরছে উপকুলীয় এলাকার জেলেরা। তারা জানান, গত বছর এ নিষেধাজ্ঞা শুরু হয় ১২ অক্টোবর থেকে। এবার তা এগিয়ে ৪ অক্টোবর থেকে শুরু করা হচ্ছে। চলবে ২২ দিন। এতে বিপাকে পরেছে অনেক জেলেরা। তাদের ঘরে খাবার নেই। অগ্রিম খাদ্য সহায়তা না দিলে ছেলে মেয়ে নিয়ে উপোস কাটাতে হবে তাদের। তাই নিষেধাজ্ঞা চলাকালীন সময়ের মধ্যেই খাদ্য সহায়তা দেয়ার দাবী জেলে পরিবারগুলোর। রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, মা ইলিশ রক্ষায় সরকারের এই নিষেধাজ্ঞা মৎস্য মন্ত্রনালয়ের গবেষণার...