নিজেদের কর্মদক্ষতা ও প্রচেষ্টায় সম্পদ গড়ে ইতিহাস সৃষ্টি করেছেন ভারতের নারী উদ্যোক্তারা। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, সর্বাধিক সম্পদশালী নারী উদ্যোক্তা হয়েছেন আরিস্তা নেটওয়ার্কসের প্রেসিডেন্ট ও সিইও জয়শ্রী উল্লাল। তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ হাজার ১৭০ কোটি রুপি। দ্বিতীয় স্থানে আছেন জোহো কর্পের রাধা ভেম্বু (৪৬ হাজার ৫৮০ কোটি রুপি) এবং তৃতীয় স্থানে আছেন নাইকা প্রতিষ্ঠাতা ফাল্গুনী নায়ার (৩৯ হাজার ৮১০ কোটি রুপি)। ২০০৮ সাল থেকে তিনি আরিস্তা নেটওয়ার্কসের প্রেসিডেন্ট ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বছর প্রতিষ্ঠানটির আয় দাঁড়িয়েছে ৭০০ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ২০শতাংশবেশি। জয়শ্রী বর্তমানে ক্লাউড কম্পিউটিং কোম্পানি স্নোফ্লেকের পরিচালনা পর্ষদের সদস্য এবং আরিস্তার প্রায় ৩ শতাংশ শেয়ারের মালিক; যার কিছু অংশ তার দুই সন্তান,ভাইঝিও ভাইপোর জন্য বরাদ্দ। ফোর্বস বলছে, জয়শ্রী এর আগে...