কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়নে প্রচার ও প্রসারে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অডিও কলে কর্মশালার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার গৌরীপুর বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। দাউদকান্দি ও পৌর বিএনপির আয়োজনে এবং কুমিল্লা উত্তর জেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিশিষ্ট আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে জোর দিয়ে বলেন,আগামী নির্বাচন হবে জনগণের অধিকার প্রতিষ্টার নির্বাচন। তিনি আরও বলেন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ২ বছর জরাজীর্ণ কারাগারে আটকিয়ে রাখা হয়েছিল। গত ১৫ বছর খালেদা জিয়া আওয়ামী ফ্যাসিস্ট দ্বারা সবচেয়ে বেশি নির্যাতিত...