কাঁঠালিয়া-রাজাপুরের আশার আলো, আস্থার প্রতীক সেলিম রেজা NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ঝালকাঠি:ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনের রাজনৈতিক আকাশে এক আলোকিত নক্ষত্রের নাম হাবিবুর রহমান সেলিম রেজা। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি এই জনপদের সন্তান, মানুষের সুখ-দুঃখের নির্ভরতার নাম, হাজারো হৃদয়ের আশ্রয়। তাঁর পদচারণা যেন একটি প্রতিশ্রুতির প্রতিধ্বনি: আমি আছি তোমাদের পাশে, সবসময়।ছাত্রজীবন থেকে রাজনীতির হাতেখড়ি হলেও তার দীর্ঘ রাজনৈতিক জীবন ছিল গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার এক নিরন্তর লড়াই। তিনি প্রবাসে থেকেও স্বৈরাচার আওয়ামী সরকারের বিরুদ্ধে এবং গনতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছেন অগ্রভাগে।তাঁর জীবনকথা যেন এক মানবিক উপাখ্যান। প্রতিটি বিপদে, প্রতিটি দুর্যোগে, প্রতিটি ন্যায়ের লড়াইয়ে সবার আগে দেখা গেছে তাঁকে। কে কৃষকের চোখের জল মুছে দিয়েছেন। কে ছাত্রের পাশে দাঁড়িয়েছেন বই-খাতা...