হলিউডের অন্যতম বহুমুখী ও প্রশংসিত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। টাইটানিক থেকে ইনসেপশন, আবার সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’— প্রতিটি ছবিতেই তিনি রেখেছেন অভিনয়ের অমোঘ ছাপ। আইএমডিবি রেটিং অনুযায়ী তার অভিনীত সর্বোচ্চ রেটিং পাওয়া পাঁচটি ছবির তালিকা দেখে নেওয়া যাক। দক্ষ চোর কব (লিওনার্দো ডিক্যাপ্রিও) মানুষের স্বপ্নে প্রবেশ করে গোপন তথ্য চুরি করতে পারে। অতীত অপরাধ মুছে ফেলার সুযোগ পেলে সে অসম্ভব এক মিশনে নামে— কারও মস্তিষ্কে একটি ধারণা রোপণ করতে হবে। কিন্তু স্বপ্নের স্তর যত গভীর হয়, ঝুঁকিও তত ভয়াবহ হয়ে ওঠে। পরিচালক: কুয়েন্টিন টারান্টিনোআইএমডিবি রেটিং: ৮.৫/১০ ১৮৫৮ সালের প্রেক্ষাপটে নির্মিত এই ওয়েস্টার্ন ছবিতে মুক্তিপ্রাপ্ত দাস জ্যাঙ্গো (জেমি ফক্স) ও জার্মান বাউন্টি হান্টার ড. কিং শুলৎজ (ক্রিস্টোফ ওয়াল্টজ) একসঙ্গে নামেন ভয়ংকর অপরাধীদের খুঁজতে। তাদের লক্ষ্য— জ্যাঙ্গোর স্ত্রীকে নিষ্ঠুর জমিদার ক্যালভিন...