‘‘একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল/পাহাড়ি মেয়েটার কি চোখ দুটো ছলছল/ছল, নাকি জল?/ মেয়ে তুই বল, জল, কেন চোখে জল?'' কোক স্টুডিও বাংলার সাম্প্রতিক সময়ের জনপ্রিয় গান ‘বাজি'র এই কথাগুলো, কিংবা ওই গানে আদিবাসী বাদ্যযন্ত্রের মাধুর্য্য শুনতে শুনতে আপনি যদি জানেন, এক কিশোরিকে ধর্ষণের প্রতিবাদে অবরোধ চলাকালে খাগড়াছড়িতে গুলিতে তিনজন মারমা সম্প্রদায়ের মানুষ প্রাণ হারিয়েছেন, পরিবারগুলোতে চলছে আহাজারি, বাড়ি পুড়েছে অনেক মানুষের, কান্না থামছে না তাদেরও, তখন রূপক অর্থে হলেও বোধহয় বোঝা যায় কেন পাহাড়ের মানুষের চোখে জল! আচ্ছা, পার্বত্য শান্তিচুক্তি হলো তা-ও তো ২৮ বছর! ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত হয় ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি। সবাই আশা করেছিল এবার বুঝি সহিংসতা আর চোখের জল থামবে৷ কিন্তুজটিল রাজনীতি আর নানা মারপ্যাচেশান্তি তো আসেইনি, উল্টো গত ২৮ বছরে বারবার হামলা, পাল্টা হামলা,...