২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কন্নড় সিনেমা ‘কানতারা: এ লিজেন্ড – চ্যাপ্টার ১’। হাউজফুল শো নিয়ে সারা ভারতে চলছে সিনেমাটি! আর এই সময়ে অভিনেতা-পরিচালক ঋষভ শেঠির এক আবেগঘন পোস্ট সবার দৃষ্টি কাড়ল সোশ্যাল মিডিয়ায়! তিনি মনে করিয়ে দিলেন নিজের ২০১৬ সালের একটি পোস্ট (কন্নড় ভাষায় এক্স-এ), যেখানে দুঃখ প্রকাশ করেছিলেন যে তার সিনেমার জন্য একটি সন্ধ্যার শো-ও তিনি পাননি। আর আজ ২০২৫ সালে এসে তার সর্বশেষ ছবি একসঙ্গে ৫ হাজারের বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং হাউজফুল চলছে! পুরনো পোস্টটি রিটুইট করে ঋষভ লিখেছেন, ২০১৬-তে একটি সন্ধ্যার শো না পাওয়া থেকে শুরু করে আজ ৫,০০০-এরও বেশি শো হাউজফুল— এই পথচলা একমাত্র দর্শকদের ভালোবাসা, সমর্থন এবং ঈশ্বরের কৃপাতেই সম্ভব হয়েছে। এই যাত্রায় সঙ্গে থাকা প্রত্যেককে কৃতজ্ঞতা...