পাহাড়ের কান্না কি সমতল বুঝতে পারে? পাহাড়ের মানসিকতা, কষ্ট, তার মন কি সমতল পড়তে পারে? আবার সমতলের ভাবনা কি পাহাড় ধরতে পারে? এই বুঝতে না পারা, অধিকার কায়েম রাখার মানসিকতা, জেদ, রাজনৈতিক স্বার্থ, নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে আধিপত্য বজায় রাখার চেষ্টার ফলে পরিস্থিতি জটিল হয়।রাজনৈতিক স্বার্থজড়িয়ে যায়, সহিংসতা বাড়ে, আগুন ছড়ায়। মানুষের মধ্যে উত্তেজনাও বাড়ে। ভারতের উত্তরাখণ্ড, দার্জিলিং এবং মণিপুরে - এই তিন জায়গায় পাহাড়-সমতল সমস্যা তীব্র আকার নিয়েছিল ও নিয়েছে। উত্তরাখণ্ড ও দার্জিলিং দীর্ঘ অশান্তির পর এখন শান্ত।মণিপুর সমস্যার সমাধানএখনো হয়নি। ভারতে পাহাড় ও সমতলের এই বিরোধ কিছু রাজ্যে সীমাবদ্ধ থাকলেও এই সমস্যা অনেকদিনের। স্বাধীনতার আগে থেকে চলা সমস্যা স্বাধীনতার পরেও তীব্র হয়েছে। এখন ভারতের যে রাজ্যকে বলা হয় উত্তরাখণ্ড, সেটি আগে ছিল উত্তরপ্রদেশের সঙ্গে। উত্তরপ্রদেশের বিশাল সমতলের সঙ্গে...