মাদাগাস্কারের ক্ষমতাসীন প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার অপশাসনের বিরুদ্ধে নতুন প্রজন্মের বিক্ষোভকারীরা নতুন করে কর্মসূচি দেওয়ায় দেশটির রাজধানী আন্তানানারিভোর কেন্দ্রস্থল প্রায় অবরুদ্ধ করে রেখেছে দাঙ্গা পুলিশের সদস্যরা। গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রতিদিনের বিক্ষোভ সমাবেশ এবং তাতে জনতার স্বতস্ফুর্ত অংশগ্রহণকে এখন প্রেসিডেন্ট রাজোয়েলিনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ২০২৩ সালের বিতর্কিত নির্বাচনের পর এখন ভারত মহাসাগরের এই দ্বীপদেশটিতে এ ধরনের আন্দোলন আগে আর হয়নি। খবর এএফপির। আন্দোলন শুরু হওয়ার পর তা থামাতে গত সোমবার ৫১ বছর বয়সী রাজোয়েলিনা তার মন্ত্রিসভার সদস্যদের বরখাস্ত করেছিলেন। তবে তাতে বিক্ষোভের মাত্রা কমেনি, বরং তা রাজধানী আন্তানানারিভো থেকে ছড়িয়ে পড়ে অন্যান্য শহরে। আর এর মধ্যে রয়েছে দেশটির বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান উৎস ও বিশ্বের ভ্যানিলা ক্যাপিটাল হিসেবে পরিচিত সামভাবা শহরও। আজ শুক্রবার (৩ অক্টোবর)...