নিজস্ব প্রতিবেদক : ফেসবুক পেজ ফেরত পেল ইসলামী ব্যাংক, হ্যাক হয়েছিল ‘এমএস ৪৭০ এক্স’ নামে হ্যাকার গ্রুপের হাতে ১২ ঘণ্টা পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের নিয়ন্ত্রণ ফেরত পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে পেজটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে ব্যাংকের জনসংযোগ বিভাগ। ভোরে হ্যাকার গ্রুপ ‘MS 470X’ পেজটি হ্যাক করে তাদের লোগো যুক্ত করে এবং এক পোস্টে দাবি করে— "ব্যাংকের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদেই এই হ্যাকিং"। তারা বরখাস্ত হওয়া কর্মীদের পুনর্বহালের দাবিও জানায়। কিছুক্ষণের মধ্যেই সেই পোস্ট মুছে ফেলা হয়। অভ্যন্তরীণ সূত্র জানায়, ব্যাংক সম্প্রতি বড় পরিসরে ছাঁটাই শুরু করেছে— যেখানে চার শতাধিক কর্মকর্তা বরখাস্ত হয়েছেন এবং প্রায় ৫ হাজার কর্মকর্তা ওএসডি হয়েছেন। এমন একটি টালমাটাল সময়েই ঘটে ফেসবুক হ্যাকিংয়ের ঘটনা, যা ব্যাংকের সাইবার নিরাপত্তা ও...