বাংলাদেশের বিভিন্ন গ্রামাঞ্চল, দাখিল মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ে সম্প্রতি দেখা যাচ্ছে অল্প বয়সী মেয়েদের প্রেমের প্রবণতা। ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, যারা মাত্র ১৩ থেকে ১৫ বছরের কিশোরী, তারাই এখন প্রেমে জড়িয়ে পড়ছে। অথচ এই বয়সে প্রেমের প্রকৃত অর্থ বোঝার ক্ষমতা তাদের নেই। এতে যেমন তাদের পড়াশোনার মারাত্মক ক্ষতি হচ্ছে, তেমনি পরিবারের সম্মানও ক্ষুণ্ণ হচ্ছে। অনেকে আবার কলঙ্ক এড়াতে বাধ্য হয়ে অল্প বয়সে মেয়েদের বিয়ে দিচ্ছেন, যা থেকে শুরু হচ্ছে বাল্যবিবাহ ও অকাল মাতৃত্বের মতো ভয়াবহ সমস্যা। একজন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, “আগে এরকম ছিল না। এখন ছোট ছোট মেয়েরা খুব বেপরোয়া হয়ে পড়ছে। অভিভাবকেরা সন্তানদের দিকে যথেষ্ট নজর রাখছেন না। মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম আর অবাধ মেলামেশার কারণে এই প্রবণতা বেড়েছে।” সমাজবিজ্ঞানীরা বলছেন,...