গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সর্বশেষ নৌযানটিকেও ইসরাইলি বাহিনী আটক করেছে। স্থানীয় সময় শুক্রবার (৩ অক্টোবর) সকালে লাইভস্ট্রিম ভিডিওর মাধ্যমে দেখা যায়, ইসরাইলি কমান্ডোরা জাহাজটিতে প্রবেশ করে এর নিয়ন্ত্রণ নেয়। এর আগে, বৃহস্পতিবার ফ্লোটিলার একটি বাদে সকল জাহাজ আটকের দাবি করে ইসরাইল। এদিকে, ফিলিস্তিনভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) গাজায় আরও ত্রাণ সাহায্য পাঠানোর ঘোষণা দিয়েছে। সংগঠনটির বিবৃতিতে জানানো হয়, ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী দুটি নৌযান গত ২৫ সেপ্টেম্বর ইতালির ওৎরান্তো বন্দর থেকে গাজার উদ্দেশে রওনা হয়েছে। পরবর্তীতে ৩০ সেপ্টেম্বর আরও ৯টি নৌযান যাত্রা শুরু করে। শিগগিরই এগুলো অগ্রবর্তী জাহাজগুলোর সাথে মিলিত হয়ে একটি ঐক্যবদ্ধ বহর হিসেবে যাত্রা করবে। এফএফসি-এর বিবৃতি অনুযায়ী, নতুন এই বহরের ১১টি নৌযানে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবী ও...