জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরানের রাষ্ট্রদূত। নিরাপত্তা পরিষদে ওয়াশিংটন ধারাবাহিক ভেটো প্রয়োগের মাধ্যমে ইসরায়েলি অপরাধকে আড়াল করছে বলে অভিযোগ করেছেন। তিনি জোর দিয়ে বলেন, এই ভেটো তেলআবিবকে গণহত্যা, যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন অব্যাহত রাখার সাহস যুগিয়েছে। ইরানের রাষ্ট্রদূত সাঈদ ইরাভানি ১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এই বক্তব্য দেন। অধিবেশনে গাজায় নৃশংস যুদ্ধের অবসান ঠেকাতে ইসরায়েলের প্রচেষ্টার বিষয়টি আলোচনায় আসে। বক্তব্যে ইরাভানি বলেন, অত্যন্ত দুঃখজনক যে, সাম্প্রতিক মাসগুলোতে ষষ্ঠবারের মতো নিরাপত্তা পরিষদ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নির্মম আগ্রাসন থামানোর জন্য কোনো প্রস্তাব গৃহীত করতে ব্যর্থ হয়েছে। এ ব্যর্থতার মূল কারণ ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্রের মাধ্যমে ভেটোর অপব্যবহার। তিনি বলেন, এই ভেটো শুধু আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে প্রাধান্য পাওয়া ইচ্ছার পরিপন্থী নয়, যারা বারবার ন্যায়বিচার, শান্তি ও ফিলিস্তিনি জনগণের অখণ্ড অধিকার...