ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য ফিরছে জিম্বাবুয়ে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে আফ্রিকার দেশটিকে। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বের দ্বিতীয় সেমিফাইনালেকেনিয়াকে ৭ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে নিশ্চিত হয়েছে বিশ্ব আসরে অংশগ্রহণ। এশিয়া-ইএপি (ইস্ট এশিয়া প্যাসিফিক) অঞ্চল থেকে নামিবিয়ার পর দ্বিতীয় দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে। একই দিন অন্য সেমিফাইনালে তানজানিয়াকে ৬৩ রানে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করেছে নামিবিয়া। ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরে অংশ নেবে ২০টি দল। এখন পর্যন্ত ১৭টি দেশ নিজেদের জায়গা নিশ্চিত করেছে। স্বাগতিক হিসেবে বিশ্বকাপ সরাসরি খেলবে ভারত...