০৩ অক্টোবর ২০২৫, ০৫:৫২ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৬:১৩ পিএম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ এলাকায় রাজনৈতিক কোন্দলের জেরে প্রতিপক্ষের হামলায় মোঃ মজিবর রহমান, রবিউল ইসলাম রনি, জাকির হোসেন ফজু, আরিফ হোসেন ও খায়রুল ইসলাম নামে একাধিক ব্যক্তি গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। হামলায় জাকির হোসেন ফজু'র মাথায় গুরুতর জখম ও আরিফ হোসেনের পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বর্তমানে আহতরা রংপুর ও ঢাকায় চিকিৎসাধীন আছেন।এ ঘটনায় নাগেশ্বরী থানায় একটি মামলা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ বাসস্ট্যান্ড এ মাংস বিক্রেতা মকবুল হোসেনের দোকানের পাশে মোঃ খায়রুল ইসলাম ও রবিউল ইসলাম অবস্থান করলে নিম্নোক্ত আসামিগণ পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র, লোহার রড ও রামদা নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় মোঃ মজিবর রহমান, জাকির হোসেন ফজু, আরিফ হোসেন, মোঃ খায়রুল ইসলাম...