অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা নিয়ে যাত্রারত সুমুদ ফ্লোটিলা আটক করায় দখলদার ইসরাইলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। দলটি বলেছে, আন্তর্জাতিক জলসীমায় এ ধরনের হামলা শুধু মানবিকতার অবমাননা নয়, বরং আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন।শুক্রবার (৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ নিন্দা জানান।বিবৃতিতে বলা হয়, ইসরাইল একদিকে ফিলিস্তিনিদের ওপর নৃশংস গণহত্যা চালাচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক মানবিক সহায়তাও পৌঁছাতে দিচ্ছে না। এতে প্রমাণ হয়, এই রাষ্ট্র মানবতা, মানবাধিকার কিংবা বিশ্ববিবেক কোনো কিছুকেই সম্মান করে না।নেতারা অবিলম্বে সুমুদ ফ্লোটিলায় থাকা মানবিককর্মী ও সহায়তা জাহাজ মুক্তি দেওয়ার দাবি জানান। একই সঙ্গে দখলদার ইসরাইলের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে ওআইসি, জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার...