নিখোঁজের পাঁচদিন পর টমটম চালকের ভাসমান মরদেহ উদ্ধার NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। কক্সবাজার:টেকনাফের নাফনদে ভাসমান অবস্থায় একজন টমটম ( অটোরিকশা) চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ( ৩ অক্টোবর) সকালে শাহপরীর দ্বীপ সাগরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয় জেলেরা পুলিশে খবর দেয়, পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।মৃত ব্যক্তি হলেন, মোহাম্মদ জুবায়ের (২৮)। তিনি উপজেলার সদর ইউনিয়নের বড় হাবিরপাড়া এলাকার নূর মোহাম্মদের ছেলে। এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর জানান, মৃত জুবায়ের একজন টমটম চালক সে গত ২৯ সেপ্টেম্বর বিকালে সঙ্গীয় আরও ৯ জন সহ ইঞ্জিন বোট নিয়ে মাছ ধরার জন্য সাগরে যান, ১ অক্টোবর তার সঙ্গীয় ৯ জন জেলে ফিরে আসলেও জুবায়ের আসেনি । পরে জুবায়ের এর...