স্পেনের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি অভিবাসন। যেখানে অন্যান্য ইউরোপীয় দেশ সীমান্ত কঠোর করছে, স্পেন তুলনামূলক উন্মুক্ত নীতি গ্রহণ করেছে। ২০২২ সাল থেকে প্রতি বছর গড়ে ৬ লাখ অভিবাসী দেশটিতে প্রবেশ করছে, যাদের অধিকাংশই কর্মক্ষম বয়সী। ফলে শ্রমবাজারে কর্মীর সংখ্যা বেড়েছে, কর্মসংস্থান রেকর্ড উচ্চতায় পৌঁছেছে এবং দক্ষ জনবলের সংকট থেকে রক্ষা পেয়েছে স্পেন। একই সঙ্গে জনসংখ্যা বৃদ্ধির কারণে ভোক্তা ব্যয়ও বেড়েছে। নতুন আগতদের একটি বড় অংশ লাতিন আমেরিকা থেকে এসেছে। ২০২৩ সালে স্পেনের জনসংখ্যা বৃদ্ধির প্রায় ৭০ শতাংশ এসেছে ওই অঞ্চল থেকে আগত অভিবাসীদের কারণে। একই ভাষা, সাংস্কৃতিক মিল এবং পূর্ব থেকে থাকা সামাজিক নেটওয়ার্ক তাদের শ্রমবাজারে খাপ খাওয়াতে এবং সমাজে গ্রহণযোগ্য হতে সহজ করেছে। এই অভিবাসনের ধারা অব্যাহত থাকবে বলেই ধারণা করা হচ্ছে। সম্প্রতি স্পেন বৈধ অভিবাসনের নিয়ম সহজ...