ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছেন, আন্তর্জাতিক পরিসরে ইসরাইলের ভাবমূর্তি গড়ে তুলতে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবশালীরা (ইনফ্লুয়েন্সার) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছেরেসপনসিবল স্টেটক্রাফট। এদিকে নতুন নথি প্রকাশ্যে আসায় জানা গেছে, ইসরাইলপন্থি কনটেন্ট প্রকাশে এসব প্রভাবশালীকে প্রতি পোস্টের জন্য গড়ে ৭ হাজার ডলার পর্যন্ত প্রদান করা হচ্ছে। শুক্রবার এক বৈঠকে নেতানিয়াহু বলেন, ‘আমাদের লড়াই চালাতে হবে। আমরা কীভাবে প্রতিরোধ করব? আমাদের প্রভাবশালীরা… তারা খুবই গুরুত্বপূর্ণ।’ যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট (এফএআরএ) এ- দাখিল করা নথি অনুযায়ী, টিকটক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে ইসরাইলপন্থি কনটেন্ট দেওয়ার জন্য নিয়োগপ্রাপ্ত প্রভাবশালীদের প্রতি পোস্টে ৬ হাজার ১৪৩ থেকে ৭ হাজার ৩৭২ ডলার পর্যন্ত পরিশোধ করা হচ্ছে। View this post on InstagramA post shared by Palestinian Youth Movement (@palestinianyouthmovement) A post...