প্রথম দিন আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারও খেলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এরপর ব্যাটে নামে ভারত। প্রায় দেড় দিন ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের রান টপকেছে শুভমন গিলের দল। দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৪৪৮ রান তুলেছে ভারত, প্রথম ইনিংসে এগিয়ে আছে ২৮৬ রান। আহমেদাবাদে দ্বিতীয় দিন সকালে ২ উইকেটে ১২১ রান নিয়ে ব্যাট করতে নেমেছিলেন লোকেশ রাহুল ও অধিনায়ক গিল। রাহুল ১০০ করে আউট হওয়ার আগে ফিফটি করে সাজঘরের পথ ধরেন গিল। এরপর ধ্রুভ জুরেল ও রবীন্দ্র জাদেজা ব্যাটে জাদু দেখান, তুলে নেন সেঞ্চুরি। দিনে তিন সেঞ্চুরিতে সুবিধাজনক অবস্থায় পৌঁছায় ভারত। উইকেটকিপার ব্যাটার জুরেল ১২৫ করে আউট হলেও ১০৪ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন ব্যাট করতে নামবেন জাদেজা। ৯ রানে তাকে সঙ্গ দেবেন স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর।...