বেশি দিন হয়নি আপনি ল্যাপটপ কিনেছেন। এর মধ্যে ল্যাপটপের গতি ধীর হয়ে গেছে। আর ল্যাপটপ ধীর হয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে— অনেক প্রোগ্রাম একসঙ্গে চালু রাখা। ব্যবহার করা হচ্ছে না এমন অনেক প্রোগ্রাম ব্যাকগ্রাউন্ডে চালু থাকলে তা ল্যাপটপের র্যামের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে। সুতরাং ল্যাপটপে কাজ করতে বেশি সময় লাগে। ল্যাপটপের গতি কমার অন্যতম কারণ অপ্রয়োজনীয় প্রোগ্রাম। এ সমস্যা সমাধানের আগে দেখতে হবে কোন প্রোগ্রাম সবচেয়ে বেশি স্টোরেজ ব্যবহার করছে। সেটি দেখার জন্য টাস্ক ম্যানেজার (কিবোর্ডের কন্ট্রোল-অল্ট-ডিলিট একসঙ্গে চাপ দিন) ব্যবহার করুন। সেখানে দেখানো তালিকা থেকে যেসব প্রোগ্রাম আপনি এ মুহূর্তে ব্যবহার করছেন না, সেগুলো বন্ধ করে দিন। এ ক্ষেত্রে 'এন্ড টাস্ক' লেখা বাটনে ক্লিক করুন। চলুন জেনে নেওয়া যাক, ল্যাপটপের গতি বাড়াতে যা করা উচিত— ল্যাপটপে যে...