ঋষভ শেঠি অভিনীত দক্ষিণী সিনেমা ‘কানতারা চ্যাপ্টার ১’ হিন্দি বেল্টের বক্স অফিসে প্রথম দিনেই দারুণ ঝড় তুলেছে! ছবিটি ১৮.৫০ কোটি টাকা আয় করে হিন্দি বেল্টে ২০২৫ সালে মুক্তি পাওয়া কোনো ছবি হিসেবে সপ্তম সর্বোচ্চ (দক্ষিণী সিনেমা হিসেবে) ওপেনিংয়ের রেকর্ড গড়েছে। শুধু তাই নয়, প্রভাস অভিনীত ‘সালার’-কেও পেছনে ফেলেছে ‘কানতারা’র এই প্রিক্যুয়েল। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘কানতারা’ প্রথম দিনে হিন্দিতে মাত্র ১.২৭ কোটি টাকা আয় করেছিল। তার তুলনায় ‘কানতারা চ্যাপ্টার ১’ হিন্দি ভার্সনে ১৩৫৬% বেশি সংগ্রহ করেছে! এই গতি অব্যাহত থাকলে ছবিটি সহজেই ‘কানতারা’ ছবির লাইফটাইম কালেকশন (৮১.১ কোটি নেট) ছাড়িয়ে যেতে পারে। হিন্দি বাজারে ‘সালার’ প্রথম দিনে আয় করেছিল ১৫.৫০ কোটি টাকা। কিন্তু ‘কানতারা চ্যাপ্টার ১’ সেই রেকর্ডকেও ভেঙে ১৮.৫০ কোটি টাকায় পৌঁছে গেছে। এভাবেই দক্ষিণী ছবির মধ্যে ২০২৫ সালে...