বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী হয়েছে ক্রিপ্টোকারেন্সির দাম। ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোয় দুর্বল হয়ে পড়েছে ডলার, আর সেই সুযোগে ডিজিটাল মুদ্রায় বিনিয়োগে ঝুঁকছেন ক্রিপ্টো ট্রেডাররা। এর প্রভাব পড়েছে বিটকয়েনসহ জনপ্রিয় অন্যান্য ভার্চুয়াল মুদ্রার বাজারে। ট্রেড ইকোনমিকসের তথ্য অনুযায়ী, সপ্তাহ ব্যবধানে ৯ দশমিক ৬৩ শতাংশ বেড়ে বিটকয়েনের দাম শুক্রবার (৩ অক্টোবর) সকালে দাঁড়ায় ১ লাখ ২০ হাজার ৪৮৯ ডলারে। মাসিক ভিত্তিতেও মুদ্রাটির দাম বেড়েছে ৮ দশমিক ৬৩ শতাংশ। রয়টার্স জানিয়েছে, প্রতি বছর অক্টোবরে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায় বিটকয়েনের। তবে চলতি বছর ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোতে ডলারের মান দুর্বল হয়ে পড়ায় বিনিয়োগকারীরা আরও বেশি ঝুঁকছেন ডিজিটাল এই মুদ্রার বিনিয়োগে। শুধু বিটকয়েন নয়, দাম বেড়েছে ইথারেরও। এক সপ্তাহে ১২ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে এর বর্তমান দর দাঁড়িয়েছে ৪ হাজার ৫২৬ ডলার। বাইন্যান্স...