সরকার ২০১১ সাল থেকে দরিদ্র ও অসহায় মায়েদের গর্ভাবস্থা এবং শিশু লালনপালনে সহায়তা হিসেবে মাতৃত্বকালীন ভাতা প্রদান করছে। এটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্প এবং নির্দিষ্ট শর্ত পূরণ করলে ভাতা পাওয়া যায়। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র, গর্ভাবস্থার মেডিকেল রিপোর্ট, ছবি ও অন্যান্য ব্যক্তিগত তথ্যসহ নির্ধারিত ফরম পূরণ করতে হবে। আবেদন করা যায়: অনলাইনে:http://103.48.16.6:8080/LM-MIS/applicant/onlineRegistration অনলাইনে আবেদন করতে হলে ব্যক্তিগত তথ্য, ঠিকানা, আয় ও সন্তানসংক্রান্ত তথ্য দিতে হবে। ছবি ও স্বাক্ষর আপলোড করা আবশ্যক। প্রতি মাসের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত আবেদন করা যায়। প্রতি...