শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজের পর অনেক প্রার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে প্রচারণা চালান। কিন্তু চাকসু নির্বাচনী আচরণবিধিতে আচরণমালার ৬নং বিধির ঝ নম্বরে উল্লেখ আছে ধর্মীয় উপাসনালয়ে প্রচার-প্রচারণা নিষিদ্ধ। কিন্তু সেই বিধি উপেক্ষা করে প্রচারণা চালাতে দেখা যায় প্রার্থীদের। এ বিষয়ে প্রার্থীদের সাথে কথা বললে তাদের অনেকেই জানান, আচরণ বিধি সম্পর্কে অবগত থাকলেও বিষয়টি স্মরণে ছিল না। আবার অনেকে বলেন পরবর্তী সময় তারা এ বিষয়গুলো খেয়াল রাখবেন। ৩৫ বছর পর অনুষ্ঠিতব্য চাকসু নির্বাচনে এবার ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরমধ্যে কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪১৫ জন। অন্যদিকে হল সংসদ নির্বাচনে ছাত্র এবং...