ইউরোপিয়ান ফুটবলের বহুল আলোচিত সুপার লিগ প্রকল্প আবারও অনিশ্চয়তায়। কাতালান গণমাধ্যম RAC1 জানিয়েছে, চার বছরের বেশি সময় ধরে ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা বার্সেলোনা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা এবার প্রকল্প থেকে সরে আসার কথা ভাবছেন। এর ফলে রিয়াল মাদ্রিদ একাই থেকে যেতে পারে ইউরোপের শীর্ষ ক্লাব টুর্নামেন্ট নিয়ে এই বিতর্কিত লড়াইয়ে।সম্প্রতি মন্টজুইকে বার্সেলোনা–পিএসজি ম্যাচে লাপোর্তার হাসিমুখে আলাপচারিতা ধরা পড়ে উয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফেরিন ও পিএসজি সভাপতি নাসের আল খেলাইফির সঙ্গে। ছবিটি মাদ্রিদে ব্যাপক আলোড়ন তোলে। তবে এটুকুই নয়—গত কয়েক মাসে বার্সা ও উয়েফার মধ্যে আলোচনার মাত্রা বেড়েছে, যা মিলিয়ে দিচ্ছে পুনর্মিলনের সম্ভাবনা।ফুটবলে প্রথমবার দেখা গেল ‘গ্রিন কার্ড’, কীভাবে কাজ করবে?RAC1 জানায়, বার্সেলোনা গম্ভীরভাবে ভাবছে সুপার লিগ ত্যাগ করে আবারও ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশনে ফেরার বিষয়ে। কাতালান ক্লাবটির বিশ্বাস, উয়েফা...