জনপ্রিয় মার্কিন রক ব্যান্ড নির্ভানার আলোচিত অ্যালবাম ‘নেভারমাইন্ড’ বের হয় ১৯৯১ সালে। অ্যালবামের কভারে ব্যবহার করা হয় একটি শিশুর উলঙ্গ ছবি। স্পেন্সার এলডেন নামের ওই শিশু বড় হয়ে মামলা করে ব্যান্ডটির নামে। চার মাসের স্পেন্সার এলডেনকে অ্যালবামের কভারে পানির নিচে নগ্ন অবস্থায় সাঁতার কাটতে দেখা যায়। ২০২১ সালে শিশু পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে নির্ভানা ব্যান্ড ও আলোকচিত্রী কির্ক ওয়েডলের বিরুদ্ধে মামলা করেন এলডেন। তবে বিচারক তার অভিযোগ পাত্তা দেননি। ওই ছবি প্রসঙ্গে তিনি মত দিয়েছেন, না ভঙ্গি, না মূল ফোকাস, না পরিবেশ, না সামগ্রিক প্রেক্ষাপট, কিছুই এই অ্যালবামের কভারকে যৌনতা হিসেবে উপস্থাপন করে না। নির্ভানার পক্ষের একজন আইনজীবী বলেন, ‘আমরা আনন্দিত যে আদালত এই ভিত্তিহীন মামলার অবসান ঘটিয়েছেন এবং আমাদের মেধাবী মক্কেলদের মিথ্যা অভিযোগের কলঙ্ক থেকে মুক্ত করেছেন।’ এলডেন প্রথম...