বিশ্বজুড়ে ইসরায়েলকে নিষিদ্ধ করার দাবির মধ্যে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো স্পষ্ট জানিয়েছেন, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ভূ-রাজনৈতিক সমস্যা সমাধান করতে পারে না। তবে ফুটবলের মাধ্যমে শান্তি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়াই এখন সবচেয়ে জরুরি। সুইজারল্যান্ডের জুরিখে বৃহস্পতিবার ফিফার কাউন্সিল সভার উদ্বোধনী বক্তব্যে ইনফান্তিনো বলেন, ‘আজকের পৃথিবীতে বহু সংঘাত চলছে। যারা কষ্ট পাচ্ছেন তাদের সবার প্রতি আমাদের সমবেদনা। তবে ফুটবলের সবচেয়ে বড় বার্তা হলো শান্তি ও ঐক্য। ফিফা ভূ-রাজনৈতিক সমস্যা সমাধান করতে পারবে না, কিন্তু ফুটবলের ঐক্য, শিক্ষা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে কাজে লাগিয়ে মানুষকে একত্র করতে পারবে।’ জাতিসংঘের এক কমিশন সম্প্রতি গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়েছে। এরপর থেকেই ইসরায়েলের বিরুদ্ধে ক্রীড়া নিষেধাজ্ঞার দাবিতে চাপ বাড়ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন ফিফা ও উয়েফাকে ইসরায়েলকে আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ...