অবরুদ্ধ গাজায় ক্ষুধার্থদের জন্য গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ত্রাণবাহী সবগুলো জাহাজই আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। সংস্থাটির ৪৫টি জাহাজের সাথে থাকা ৫০০ মানবাধিকার কর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে লাইভস্ট্রিমে দেখা যায়, ইসরায়েলি কমান্ডোরা শক্তি প্রয়োগ করে পোল্যান্ডের পতাকাবাহী জাহাজটিতে উঠে পড়েছে। খবর আল জাজিরার। জানা গেছে, ম্যারিনেটে ৬ জন ক্রু ছিলেন। এটিই ফ্লোটিলার ৪৫টি জাহাজের বিশাল বহরের শেষ সক্রিয় নৌযান, যা গাজার অবরুদ্ধ জনগণের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিল। ম্যারিনেট আটকের মধ্য দিয়ে ইসরায়েলি নৌবাহিনীর হাতে ফ্লোটিলার ঐতিহাসিক অভিযানের কার্যত সমাপ্তি ঘটল। এর আগে ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা পর্যন্ত আন্তর্জাতিক জলসীমায় প্রায় ২.১৬ নট (প্রায় ঘণ্টায় ৪ কিমি) গতিতে গাজা উপকূলের দিকে অগ্রসর হচ্ছিল দ্য ম্যারিনেট। গাজা উপকূল থেকে এর দূরত্ব তখন ছিল ৮০ কিলোমিটার। সে সময়...