জুলাই গণঅভ্যুত্থানকে অর্থবহ করতে জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। তারা বলেন, ১৫ বছরে দেশকে একটি জেলখানায় পরিণত করা হয়েছিল।চব্বিশে তরুণরা জীবন দিয়ে দেশকে মুক্ত করেছেন। জুলাই সনদ বাস্তবায়ন না কেল আবারও একটি স্বৈরতন্ত্রের উদ্ভব হতে পারে, তাতে দেশে ফের গণঅভ্যুত্থান ঘটবে। এমন পরিস্থিতি এড়াতে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুক্রবার (৩ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দলের করণীয়’ শীর্ষক সংলাপে তারা একথা বলেন। সভাপতির বক্তব্যে পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ডা. এসএম সরওয়ার বলেন, জাতীয় রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক সংশোধন ও বিয়োজনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্তর্বর্তী সরকারের ঘোষিত সময়ে জাতীয়...