আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচে আফগানদের ৪ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা।জাকের আলী অনিকের নেতৃত্বে দল এখন উজ্জীবিত। তাই দ্বিতীয় ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। জয় পেলে বাংলাদেশ শুধু সিরিজই জয় পাবে না, একই সঙ্গে এশিয়া কাপের ব্যর্থতার ক্ষতও কিছুটা পুষিয়ে যাবে। এর আগে এশিয়া কাপে গুরুত্বপূর্ণ গ্রুপ পর্বের ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। এরপর সিরিজের প্রথম ম্যাচেও আফগানদের চাপে ফেলতে সক্ষম হয় টাইগাররা। শেষ পর্যন্ত জয় নিয়েই সিরিজে এগিয়ে থাকে। তবে আফগান কোচ জনাথন ট্রট মনে করেন, দলীয় ব্যর্থতার বড় কারণ ছিল বাজে...