০৩ অক্টোবর ২০২৫, ০৪:০০ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৪:০৬ পিএম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, তারা শত কোটি টাকা খরচ করে এমপি হতে চায় ব্যবসা করার জন্য। জনগণের সেবা ও উন্নয়ন তাদের লক্ষ্য নয়। শুক্রবার (৩ অক্টোবর) কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফাতেহাবাদ ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা গ্রামগঞ্জ ও হাটবাজারে গণসংযোগকালে তিনি এ কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, উন্নয়নের ফুলঝুরি দেখিয়ে আর অর্থের বিনিময়ে ভোট নিতে পারলেই ৫ বছরের জন্য তারা রাজা। আমাদের ব্যবসা করার দরকার নাই, হার-জিতেরও দরকার নাই। আমাদের দরকার হচ্ছে এলাকার উন্নয়ন। এলাকার উন্নয়নের জন্য যা করা লাগে, আমরা তাই করব। তিনি আরও বলেন, সঠিকভাবে উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারলে ভোট চাইতে হয় না। এনসিপির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, নির্বাচনের...