০৩ অক্টোবর ২০২৫, ০৪:৪৪ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৪:৪৪ পিএম বিরূপ আবহাওয়ায় ম্যাচের ভবিষ্যৎ অনিশ্চিত ছিল আগে থেকেই। দফায় দফায় চেষ্টা চালিয়ে ম্যাচের দৈর্ঘ্য কমিয়েও ম্যাচ এগিয়ে নেওয়া গেল না। ইশ সোধির রেকর্ডের দিনে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ভেসে গেল বৃষ্টিতে। মাউন্ট মঙ্গানুইয়ে শুক্রবার চ্যাপেল-হ্যাডলি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি নামিয়ে আনা হয় ৯ ওভারে। কিন্তু সাকুল্যে খেলা হয়েছে স্র্রেফ ২.১ ওভারে। তাতে ১ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তোলে ১৬ রান। এদিন খেলতে নেমেই একটি রেকর্ড গড়েন সোধি। নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি খেলা ক্রিকেটার এখন এই লেগ স্পিনার, ১২৭টি। তিনি ছাড়িয়ে যান সাবেক অধিনায়ক ও তারকা পেসার টিম সাউদিকে। প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ শনিবার,...