বর্তমানে বেশিরভাগ প্রতিষ্ঠানের অফিসেই এয়ার কন্ডিশনার (এসি) থাকে। তাই প্রতিদিন অন্তত আট ঘণ্টা এসির মধ্যেই কাজ করতে হয়। দীর্ঘ সময়ে এসিতে থাকা শরীরের জন্য মোটেও ভালো নয়। এসির কৃত্রিম বাতাস শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।আসুন জেনে নেওয়া যাক অফিসের এসি শরীরের কী কী সমস্যা তৈরি করতে পারে- ১. রুক্ষ ত্বক ও চুলএসিতে বেশিক্ষণ থেকে সাধারণ তাপমাত্রায় বের হলে হঠাৎ করে শরীর মানিয়ে নিতে পারে না। তাপমাত্রার পরিবর্তনের কারণে আমাদের ত্বকের আর্দ্রতা কমে যায় এবং তা রুক্ষ ও শুষ্ক হয়ে পড়ে। এর প্রভাব চুলেও পড়ে। চুলে খুশকি, স্ক্যাল্পে চুলকানিসহ চুলের নানা সমস্যা দেখা দিতে পারে। ২. শরীরে ব্যথা বাড়ায়দীর্ঘক্ষণ এসিতে থাকলে শরীরের জয়েন্টে ও মাংসপেশিতে ব্যথা তৈরি করে যা এক পর্যায়ে রিউমেটিক পেইনে রূপ নিতে পারে। আরো খারাপ পরিস্থিতি হয়ে...