মেহেরপুরে জেমসের কনসার্ট স্থগিত করা হয়েছে। ‘সূর্য ক্লাব’ নামের একটি ক্লাবের উদ্বোধন উপলক্ষে তারা এ কনসার্ট আয়োজনের কথা ছিল। তবে প্রশাসনের অনুমতি না পাওয়ায় কনসার্ট স্থগিতের বিষয়টি ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ। তারা জানায়, ২৫ সেপ্টেম্বর থেকে কনসার্টের কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী ১০ অক্টোবর কনসার্ট হওয়ার কথা ছিল। এদিকে জেমসের কনসার্ট স্থগিত করার খবর ছড়িয়ে পড়লে সামাজিক মাধ্যমে তুমুল সমালোচনা সৃষ্টি হয়। তবে কে বা কারা এই কনসার্ট বাতিলের কলকাঠি নেড়েছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। কনসার্টের আয়োজক ‘সূর্য ক্লাব’-এর সভাপতি নাহিদ মাহবুব সানী এবং সাধারণ সম্পাদক নাসিম রানা বাঁধন জানান, রাজনৈতিক চাপে মুরব্বিদের খুশি করতে না পারায় জেমসের কনসার্টের অনুমতি দেয়নি প্রশাসন। তবে মুরব্বি কারা সে বিষয়ে স্পষ্ট না বললেই তাদের ধারণা, মেহেরপুর জেলা বিএনপির...