লাল বলের ক্রিকেটে ২২ গজে রানের স্রোত বইয়ে চলেছেন লোকেশ রাহুল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দায়িত্বশীল ব্যাটিংয়ে উপহার দিয়েছেন সেঞ্চুরি। তাতে কীর্তির একটি পাতায় টপকে গেছেন তিনি রোহিত শার্মা ও গৌতাম গাম্ভিরকে। আহমেদাবাদ টেস্টে শুক্রবার ঠিক ১০০ রান করে আউট হন রাহুল। তার ১৯৭ বলের ইনিংসটি গড়া ১২ চারে। টেস্ট ক্রিকেটে এটি রাহুলের একাদশ সেঞ্চুরি। এর ১০টিই করেছেন তিনি ইনিংস শুরু করতে নেমে। এতে ভারতীয় ওপেনারের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় ছাড়িয়ে গেছেন রোহিত ও গাম্ভিরকে। ভারতের সাবেক অধিনায়ক রোহিত ও বর্তমানে ভারত দলের কোচ গাম্ভির দুইজনই ইনিংস শুরু করতে নেমে নয়টি করে সেঞ্চুরি করেছেন। ভারতীয় ওপেনারদের মধ্যে রাহুলের চেয়ে সেঞ্চুরি বেশি আছে কেবল তিনজনের। ৩৩ সেঞ্চুরি করে তালিকায় সবার ওপরে ব্যাটিং গ্রেট সুনিল গাভাস্কার। বিস্ফোরক ওপেনার ভিরেন্দার শেবাগের সেঞ্চুরি ২২টি।...