০৩ অক্টোবর ২০২৫, ০৫:০১ পিএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৫:০১ পিএম গাজাগামী ত্রাণবাহী নৌবহরে আটক পাঁচ অস্ট্রেলীয় নাগরিক সম্পর্কে ইসরায়েলের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে অস্ট্রেলিয়া। গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টার সময় ইসরায়েলের হাতে আটক হওয়া এই নাগরিকরা শীঘ্রই অস্ট্রেলিয়ার ফেডারেল সরকারের কাছ থেকে সাহায্য পেতে পারেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। ডিপার্টমেন্ট অফ ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের (পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ) তথ্য মতে, অস্ট্রেলিয়া তার নাগরিকদের জন্য কনস্যুলার সুবিধা পেতে এবং কীভাবে তাদের আটক করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। ইসরায়েলি বাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরে অংশ নেওয়া প্রায় ৪২টি জাহাজকেই আটকানোর পর বহরে থাকা পাঁচজন অস্ট্রেলীয় নাগরিককেও হেফাজতে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (৩ অক্টোবর) সানরাইজে স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার বলেছেন,...