বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আওয়াল বলেছেন- গ্রামীণ ক্রীড়া উন্নয়নে, বিশেষ করে ফুটবলের উন্নয়নে আমাদের অনেক কাজ বাকি আছে। দীর্ঘদিন খেলাটা থমকে ছিলো। দীর্ঘদিন ধরে খেলায় নোংরা রাজনীতি ঢুকে গিয়েছিল। আমরা কোন উন্নয়ন দেখছিলাম না। আপনাদের সহযোগিতায় বিগত ১১ মাস আগে নতুন কমিটি গঠিত হয়েছে। সেই কমিটি চেষ্টা করছে খেলাটা যেন মাঠে ফেরত আসে। শুক্রবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জে জেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় সভার আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা। এসময় তাবিথ আওয়াল আরও বলেন, আমি তরুণ সমাজের জন্য তাদের উন্নয়নে অবদান রাখতে চাই। আমি এ যাত্রায় ফুটবলকে বেছে নিয়েছি। ২০১২ সালে আমার ফুটবল যাত্রায় আওয়ামী লীগের আমলেও বাফুফের ভাইস প্রেসিডেন্ট...