আফগান পররাষ্ট্রমন্ত্রী আমীর খান মুত্তাকি আগামী সপ্তাহে ভারতের সফরে যাওয়ার কথা জানিয়েছেন। এটি হবে তালিবান ক্ষমতায় আসার পর কাবুল থেকে ভারতের প্রথম উচ্চপর্যায়ের সফর। সূত্রের খবর অনুযায়ী, মুত্তাকি ১০ অক্টোবর থেকে ভারতের সফর করবেন। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। গত মাসে মুত্তাকির নিউ দিল্লি সফরের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু তিনি যে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলের (ইউএনএসসি) নিষেধাজ্ঞার আওতায় ছিলেন, সেই কারণে সফর স্থগিত হয়েছিল। পরে ৩০ সেপ্টেম্বর ইউএনএসসি সফরের জন্য সাময়িক ছাড় অনুমোদন করেছে। এতে মুত্তাকি ৯ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত নিউ দিল্লি সফর করতে পারবেন। আফগান সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মুত্তাকি ৬ অক্টোবর মস্কো সফর করবেন, যেখানে তিনি মস্কো ফরম্যাটের সপ্তম রাউন্ড আলোচনায় অংশ নেবেন। ইউএনএসসি সব প্রধান তালিবান নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তাই...