ন্যাটোভুক্ত সব দেশই রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বৃহস্পতিবার সোচিতে পররাষ্ট্রনীতি বিষয়ক এক ফোরামে এমন মন্তব্য করেন তিনি। এসময় আক্রমণের নামে রাশিয়াকে নিয়ে যে প্রচারণা ন্যাটো চালাচ্ছে, তাকে অর্থহীন হিস্টেরিয়া বলে উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেন সংকট নিরসনে আলোচনায় আপত্তি নেই রাশিয়ার। ক্রেমলিন থেকে বারবার একই দাবি করা হলেও ইউক্রেন তো বটেই, তাতে ভরসা রাখতে পারছে না তার পশ্চিমা মিত্ররা। এর জেরে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞার পাশাপাশি ইউক্রেনকে সমারিক সহায়তা বাড়ানোর পক্ষে তারা। তাদের শঙ্কা, রাশিয়ার সম্ভাব্য হামলার ঝুঁকিতে রয়েছে গোটা ইউরোপ। ইউরোপীয় নেতাদের এমন ধারণা ভিত্তিহীন বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট। ন্যাটো আক্রমণের নামে রাশিয়াকে নিয়ে যে প্রচারণা চলছে, তাকে অর্থহীন হিস্টেরিয়া বলে উল্লেখ করেছেন পুতিন। পুতিন বলেন, ‘ইউরোপের শাসকগোষ্ঠী ঐক্যবদ্ধভাবে ক্রমাগত...